প্রয়োজনে ও অপ্রয়োজনে মোবাইল ফোন বর্তমান জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। হাতে ফোন থাকা বাধ্যতামূলক। মোবাইলের অতিরিক্ত ব্যবহারের পরিণতি খুব খারাপ হতে পারে। এর প্রভাব যেমন চোখের ওপর পড়ে, তেমনি পড়ে মানসিক স্বাস্থ্যেও। এমনকি হারিয়ে যেতে পারে দৃষ্টিশক্তিও। মোবাইলের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে রক্ষার উপায় নিয়ে আজকের টিপস।
স্ক্রিন উজ্জ্বলতা
মোবাইলের খুব বেশি বা খুব কম উজ্জ্বলতা চোখের জন্য ক্ষতিকর। তাই মোবাইলের উজ্জ্বলতা অটোমেটিক করে দিন। তাহলে আশপাশের আলোর সঙ্গে ভারসাম্য করে উজ্জ্বলতা নির্ধারিত হবে। কিছুসময় পরপর চোখের পাতা বন্ধ করুন। টানা মোবাইল ব্যবহারের সময় কিছুসময় পরপর চোখের পাতা বন্ধ রাখুন। প্রতি ৩০ মিনিটি কমপক্ষে ২০ বার চোখের পাতা ফেলার চেষ্টা করুন।
ডিজিটাল ওয়েলবিং ফিচার
বর্তমানে প্রায় সব মোবাইলেই ডিজিটাল ওয়েলবিং ফিচার আছে। এ ফিচারটি ব্যবহার করে স্ক্রিনটাইম অনেকটাই কমানো সম্ভব। এ ফিচার স্ক্রিনে তাকিয়ে থাকার মাঝখানে বিরতির কাজ করবে।
সময় নির্ধারণ করুন
মোবাইলের অনেক ক্ষতিকর দিকে থাকার কারণে অনেকের মনে প্রশ্ন জাগে আমরা আমাদের প্রয়োজনের তাগিদে মোবাইল চালাতে চাই, সে ক্ষেত্রে আমরা কতটুকু সময় পর্যন্ত সর্বোচ্চ মোবাইল চালাতে পারবো বা স্বাস্থ্যের জন্য ভালো হবে। তাদের এ প্রশ্নের আলোকে বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছেন দিনে প্রয়োজনের তাগিদে সর্বোচ্চ এক থেকে দুই ঘণ্টা মোবাইল চালানো স্বাস্থ্যের পক্ষে ভালো ।