ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ককে পরিপূর্ণ সহায়তা দিতে ফ্রান্স প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় ১০ রাজ্যে আঘাত হানে ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প। এ ছাড়া পার্শ্ববর্তী সিরিয়াতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এই ভূমিকম্প।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদিন ১০০ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব এমন একটি ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে। রোববার থেকে তুরস্কের আদিয়ামান প্রদেশে এটির কার্যক্রম চালু হবে। হাসপাতালটিতে সার্জন, রেডিওলজিস্ট, বায়োলজিস্ট ও অন্যান্য বিশেষজ্ঞসহ ৮৭ জনের একটি টিম থাকবে।
ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্কে ২১ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। সিরিয়া ও তুরস্ক মিলে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ক্ষতিগ্রস্ত ১০ প্রদেশে এক লাখ ৬০ হাজার লোক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারীদের সঙ্গে কাজ করছে। ভূমিকম্পে তুরস্কের এক কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।