March 28, 2023, 6:12 pm

গাজীপুরে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা

নিউজ এ্যাকশন, ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মালেকের বাড়ি রোড, শরীফপুর মাহফুজ মার্কেটের সামনে অনেক পুরনো একটা মাটির ঘর, সে মাটির ঘরের সামনে মার্কেট মার্কেটে মোট দোকান ছিল চারটি,

একটি দোকান হচ্ছে বাঙালি দোকান, তার পাশেই ছিল একটি চায়ের দোকান, তার পাশের দোকানটা ছিল পান সুপারির জর্দা বিক্রেতা, তার পাশে ছিল একটি বন্ধ দোকান সেই দোকানে কোন মালামাল ছিল না, ৪ নাম্বার দোকানে ছিল গার্মেন্টসের টেলারিং মেশিন এবং সেখানে অনেক কাপড় এবং গেঞ্জি প্যান্ট, এবং লেডিস কাপড় ছিল থান কাপড়, সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, সেই চায়ের দোকানটাতে ছিল, চার থেকে পাঁচটা গ্যাস সিলিন্ডারে বোতল, এবং দুইটি ফ্রিজ ছিল, এবং একটা এলইডি ছিল, তার পাশে মার্কেটটাতে ছিল একটা স্বর্ণকারের দোকান একটা কসমেটিকের দোকান,

আল্লাহর অশেষ মেহের বাণীতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুনটি নিভানোর চেষ্টা করে এবং স্বর্ণকারের দোকান পর্যন্ত আগুন আর পৌঁছাতে পারেনি, ফায়ার সার্ভিসের ইউনিটটি প্রায় এক ঘন্টা পরিমাণ চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়, আগুনটি সূত্রপাত হয় চার দোকান থেকে এবং কি সবার ধারণা আগুনের সূত্রপাত ইলেকট্রিক সাহায্যে হয়, আগুনের সূত্রপাত হয় রাত বারোটা ৫০ থেকে ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত শুরু হয় তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বলার পরে বিদ্যুৎ লাইনটি বন্ধ করে দেওয়া হয়, চারটা দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১৫ লক্ষ টাকার মত হবে , মার্কেটের পিছনে যে ঘরটা ছিল সে ঘরটা ছিল অনেক পুরনো মাটির ঘর দোতলা কিন্তু ঘরে কোন লোকজন ছিল না কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি



ফেসবুক পেজ