মুন্সীগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিন ধরে এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে আসছিল এক নামধারী সাংবাদিক আরিফ হোসেন হারিছ।এতে করে দীর্ঘদিন ধরে প্রশাসনের ভয়-ভীতি দেখিয়ে মাটি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে চাঁদার টাকা চাইতে সিরাজদীখান বাজারে মাটি ব্যবসায়ী মো.কামরুজ্জামানকে দেখে নামধারী সাংবাদিক আরিফ হোসেন হারিছ চাঁদার টাকা চান। কামরুজ্জামান চাঁদার টাকা না দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ভয়-ভীতি দেখায়। পরে কামরুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকে ও মারধরের চেষ্টা করে।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন,কয়েকদিন আগে হারিছ সাংবাদিককে পাচ হাজার টাকা দিয়েছি।তার কয়েক দিন না যেতেই আবারও ৫ টাকা নিয়ে গেছে। আজকে আবার সে ইউএনও, ওসির ভয়-ভীতি দেখিয়ে আবারো টাকা চাচ্ছে। আমরাতো অবৈধ মাটির ব্যবসা করি না। কিন্তু সে মাঝেমধ্যেই এরকম ভয়-ভীতি দেখিয়ে অনেক টাকা নিয়ে যায়। আজকে আমি টাকা দিতে অস্বীকার করায় সে আমার কলার ধরে মারধর করে। আমি তার কিল-ঘুষি ফেরানোর জন্য চেষ্টা করি এতে তার শার্ট ছিড়ে যায়।
আরো কয়েকজন ভুক্তভোগী নাম পরিচয় গোপন রেখে বলেন,হারিছ সাংবাদিক কে চাঁদা দেওয়া ছাড়া কোনো কাজই করা যায় না। এছাড়া থানার সামনে সব সময় বসে থাকে কেউ অভিযোগ বা থানায় কোনো কাজে আসলে সেখান থেকেও তিনি কাজ করিয়ে দিবে বলে টাকা হাতিয়ে নেন। এছাড়া কেউ যদি টাকা দিতে অস্বীকার করে তাকে প্রশাসনের ভয়-ভীতি দেখিয়ে থাকে। এর থেকে আমরা মুক্তি চাই।