March 28, 2023, 5:26 pm

পদ্মা সেতু নিয়ে গানটি জনপ্রিয় হওয়ার আরও দুটি মৌলিক গান নিয়ে আসছে শিল্পী ওমর ফারুক

নিউজ এ্য়াকশন, বিনোদন ডেস্ক :

পদ্মা সেতু নিয়ে গানটি জনপ্রিয় হওয়ার পর শিল্পী ওমর ফারুক আরও দুটি মৌলিক গান নিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ করোনাকালীন পরিস্থিতিতে বিনোদন বিহীন মানসিকতা থেকে উত্তরণে বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার জে আর জলিল ও এস এম কামরুল ইসলামের লেখা দুটি মৌলিক গান তরুণ কম্পোজার  শহীদুজ্জামান সময়ের সংগীতায়োজনে এক অনবদ্য সৃষ্টি হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

শুধু তাই নয় দর্শকদের নিকট গান দুটি জনপ্রিয় করার লক্ষ্যেই বিশেষ আকর্ষণ “এই বুকে আছে বাড়ি” শিরোনামের গানটির মডেল হিসেবে অভিনয় করছেন কণ্ঠশিল্পী ওমর ফারুক ও মিষ্টি মেয়ে মডেল আইরিন,  এবং “মন পিঞ্জরে তোর বসতি” গানটিতে মডেল হিসেবে অভিনয়  করছেন জনপ্রিয় মডেল তারকা জুয়েল ও মিষ্টি সুবাস।

শুটিং স্পট থেকে উপস্থিত উল্লাসিত দর্শক ও কলাকৌশলীরা অভিমত ব্যক্ত করে বলেন অনেক বছর পর বিনোদন পিপাসু দর্শকরা এমন দুটি রোমান্টিক মৌলিক গান শুনতে যাচ্ছে যা তাদের বিনোদন বিহীন মানসিকতা অপূর্ণতা ভরে তুলবে এবং সকল বয়সের দর্শকদের মন জয় করবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই জনপ্রিয় ইউটিউব চ্যানেল Faruk Music Gallery তে প্রচারিত হবে। সুস্থধারার বিনোদন উপভোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান জানালেন কন্ঠ শিল্পী ওমর ফারুক।



ফেসবুক পেজ