নিজ খেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আব্দুল জলিল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, মৃত আব্দুল জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠে নিজ লাউ খেতে কাজ করতে যায়। এসময় অসাবধানবসত একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে সে দ্রুত বাড়ি গিয়ে পায়ের হাটুতে শক্ত করে একটি রশি দিয়ে বাধঁন দেয়। এবং স্থানীয় ওঝাঁ দিয়ে সাপের ব্যাথা নামানোর জন্য ঝাঁড়ফুক করতে থাকে। পরে তার পায়ের বাঁধন খুলে দিলে শরীরে বিষক্রিয়া শুরু হয়।
দুপুরে তাকে পরিবারের সদস্যা তাৎক্ষনিক উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।