March 28, 2023, 6:39 pm

৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু

নিউজ এ্য়াকশন, ডেস্ক রিপোর্ট

পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চগড় ওএমএসের মাধ‍্যমে চাল বিক্রি শুরু হয়েছে। ৩০ টাকা কেজি দরে একজন ভোক্তা ৫ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছে ।একই সাথে খাদ‍্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধিত ৫১ হাজার ৩ জন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল সরাসরি ডিলারদের কাছ থেকে কিনতে পারছে।

পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিপিএম।

এসময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আগামী ১০ সেপ্টেম্বর থেকে চতুর্থ ধাপে জেলার নিবন্ধিত ৬৯ হাজার ৭৫ জন নিম্ন আয়ের মানুষকে ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সোয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল দেয়া হবে।



ফেসবুক পেজ