March 28, 2023, 6:45 pm

এলজিএসপি-৩ এর অগ্রগতি ও অর্জন নিয়ে দিনব্যাপী কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি:

আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম। পঞ্চগড়ে লোকাল গভন‍্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর বার্ষিক অগ্রগতি ও অর্জন বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারীর ক্ষমতায়ন, গ্রামীণ এলাকার উন্নয়নসহ স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রোগ্রামটি সহায়ক হিসেবে কাজ করছে বলে কর্মশায় জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, নীতিনির্ধারক ও পরিকল্পনাকর্মী, গণমাধ্যমকর্মী ও উন্নয়নকর্মীসহ প্রকল্প সংশ্লিষ্ট ৬০ জন বিশিষ্ট ব‍্যক্তি অংশ নেয়।



ফেসবুক পেজ