পঞ্চগড়ে চা প্রক্রিয়াজাত কারখানা মালিকদের সিন্ডিকেট ও দৌরাত্মের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র চা চাষিরা। আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে দেবীগঞ্জ- পঞ্চগড় মহাসড়কে কাঁচা চা পাতা ফেলে মানববন্ধন করে ক্ষুদ্র চা চাষিরা। জেলা ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এই মানববন্ধনে ক্ষুদ্র চা চাষি অংশ নেন। পরে পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
জেলা ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক নুরুজ্জামান নুরুসহ ক্ষুদ্র চা চাষিরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটি চা মৌসুমের শুরুতেই প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ১৮ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছে না জেলার ২০ টি কারখানার মালিকরা। তারা সিন্ডিকেট করে চাষিদের কাছ থেকে প্রতি কেজি চা পাতা কিনছে মাত্র ১৩ থেকে ১৪ টাকা দরে। তার মধ্যে আবার ওজন থেকে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেয়া হচ্ছে।
এতে কঠিন লোকসানে পড়েছেন চাষিরা। এই সিন্ডকেটের জন্য জেলা প্রশাসককেও দায়ী করেন ক্ষুদ্র চা চাষিরা। সংবাদ সম্মেলনে শিগগিরই কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।